কলহ / ড. মোহাম্মদ আমীন

কলহ

‘কলহ’ সংস্কৃত হতে আগত শব্দ। সংস্কৃত ভাষায় শব্দটির অর্থ যুদ্ধ।
 তবে ‘কলহ’ শব্দের আভিধানিক ও প্রচলিত অর্থ ঝগড়া, 
বিবাদ, বচসা, বাগবিতণ্ড প্রভৃতি। ‘কল’ মানে শব্দ,
 ‘অহ’ মানে হনন করা। সুতরাং ব্যাকরণগতভাবে
শব্দটির মূল অর্থ ছিল- যা মনোহর ধ্বনি 
হনন করে। আসলেই ‘কলহ’, 
মনোহর ও মধুময় ধ্বনি হ
নন করে মানুষের 
কানেকষ্ট ও 
যাতনা
দেয়।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন