দণ্ডায়মান / দণ্ডায়মান

দণ্ডায়মান

শব্দটির অর্থ খাড়া, দাঁড়িয়ে আছে এরূপ। দণ্ড থেকে দণ্ডায়মান শব্দের উৎপত্তি। দণ্ড সোজা ও সটান। দণ্ডায়মান অর্থ দণ্ডের মতো সোজা ও সটান। একটি দণ্ডকে খাড়া করে রাখলে যে অবস্থা হয় সেটিই দণ্ডায়মান অবস্থা। কোনও মানুষ যদি দণ্ডের মতো সটান সোজা হয়ে দাঁড়িয়ে থাকে সেটিই হচ্ছে দণ্ডায়মান।‘দণ্ড’ শব্দের মূল অর্থ হচ্ছে ‘দমন সাধন, দমন কার্য সম্পাদন। যে বস্তু দিয়ে দমন করা যায় সেটি হচ্ছে দণ্ড। ‘দণ্ড’ হচ্ছে দীর্ঘ কিন্তু সোজা ও শক্ত কিন্তু সহজে বহনযোগ্য একটি সরল অস্ত্র, যদ্দ্বারা আঘাত করা যায় এবং আঘাত করলে সহজে আঘাতপ্রাপ্ত জীব দমিত হয়। এটি সাধারণভাবে সবার কাছে লাঠি নামে পরিচিত। এ লাঠি মানুষের আদি অস্ত্র। লাঠি দিয়ে মানুষ প্রথম সহজে আঘাত করতে শেখে, দমন করতে শেখে মানুষ হয়ে মানুষকে কিংবা অন্য জীবকে। তাই বস্তুটির নাম হয় দণ্ড। এ জন্য দণ্ড অর্থে সাজা বা শাস্তিও বুঝায়। একসময় এ লাঠি দ্বারা সাজাপ্রাপ্ত ব্যক্তিকে সাজা দেওয়া হতো। তাই এর নাম দণ্ড এবং সাজাপ্রাপ্তকে বলা হয় দণ্ডিত। যদিও এখন দণ্ড বা দণ্ডিত বলতে লাঠির কথা মনে পড়ে না, মনে পড়ে সাজা ও সাজাপ্রাপ্তের কথা। এ দণ্ড হতে ক্রমান্বয়ে উৎপত্তি হয় নানা দণ্ডযুক্ত শব্দ। যেমন : অর্থদণ্ড, মৃত্যুদণ্ড, কারাদণ্ড, নির্বাসনদণ্ড। দণ্ডের দণ্ডদানের ক্ষমতার জন্য রাজা বা শাসক কিংবা ক্ষমতাবানদের বলা হতো দণ্ডধর। ভারতীয় পুরাণে যমের অপরনাম দণ্ডদর। কারণ তার দায়িত্ব প্রাণহরণ। বলা হয় যার লাঠি তার মাটি, বা যার দণ্ড তার ভাণ্ড। প্রাচীনকালে রাজা-বাদশার লাঠির ক্ষমতার উপর তার প্রভাব নির্ভর করতো।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন