নাহয় - না হয় / ড. মোহাম্মদ আমীন

না হয়/ নাহয়

‘না হয়’ ও ‘নাহয়’ অভিন্নার্থক মনে হলেও উভয়ের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। প্রকৃতপক্ষে ‘না হয়’ বাগ্্ভঙ্গি ইতিবাচক অর্থে কোনও বিষয়ের গুরুত্ব প্রকাশে ব্যবহৃত হয়।  যেমন : ‘আমি না হয় খারাপ কিন্তু আমার কথা তো খারাপ নয়।’ 
তবে ‘নাহয়’ শব্দটি ‘পক্ষান্তরে/বরং’ ইত্যাদি অর্থ প্রকাশে ব্যবহৃত হয়। ইংরেজিতে এর প্রতিশব্দ হতে পারে otherwise.  যেমন : আমি ‘নাহয়’ আমার জুনিয়র মামলাটি দেখবে।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন