তুলকালাম / ড. মোহাম্মদ আমীন

তুলকালাম

`তুলকালাম' শব্দের আভিধানিক অর্থ তুমুল ঝগড়া, প্রচণ্ড-ঝগড়া, দীর্ঘ-বিতর্ক প্রভৃতি।
আরবি তুল শব্দের অর্থ বিস্তার এবং ‘কালাম’ শব্দের অর্থ কথা বা বাক্য।
অতএব তুলকালাম শব্দের অর্থ হচ্ছে দীর্ঘবাক্য। দীর্ঘ বাক্য মানে দীর্ঘ আলোচনা।
আর দীর্ঘ আলোচনা করতে হলে যে দীর্ঘ বাক্য প্রয়োজন তা বাঙালির চেয়ে আর
বেশি কে জানে। অতএব ‘তুলকালাম’ শব্দের অর্থ ‘বাগ্বিস্তার’। এ থেকে এসেছে
কথা কাটাকাটি, হৈচৈ, চিৎকার, চেঁচামেচি প্রভৃতি।
ঝগড়া-ঝাটির প্রধান উপাদান কথা। কথা যত দীর্ঘ ও বিস্তৃত হয়
ঝগড়া তত প্রবল ও প্রচণ্ড হয়। আরবি তুলকালাম তথা বাগ্‌বিস্তারের
মাধ্যমে বাংলা ঝগড় প্রবল হয়ে ওঠে। তাই আরবি দীর্ঘবাক্য বাংলায়
এসে তুলকালাম বা ‘তুমুল ঝগড়া’
অর্থ ধারণ করেছে।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন