তন্নতন্ন / ড. মোহাম্মদ আমীন

তন্নতন্ন

‘তন্নতন্ন’ শব্দের অর্থ পুঙ্খানুপুঙ্খ, কোনও কিছু বাদ না-দিয়ে, সবিস্তারে প্রভৃতি। তন্নতন্ন সংস্কৃত
হতে আগত এবং বাংলা ভাষায় বহুল ব্যবহৃত একটি শব্দ। ‘তন্নতন্ন’ শব্দের ‘তন্ন’ হচ্ছে সংস্কত 
‘তৎ ন’ বাগ্‌ভঙ্গির সংক্ষিপ্ত রূপ। এর অর্থ ‘তা নয়’। সুতরাং এ হিসাবে ‘তন্নতন্ন’ শব্দের অর্থ হচ্ছে
তা নয়-তা নয়। কোনও কিছু খুঁজতে গেলে লক্ষ্যবস্তু ছাড়া অনেক কিছু পাওয়া যায়।
কিন্তু লক্ষ্য বস্তু ছাড়া অন্য যা-ই কিছু পাওয়া যাক না কেন, বলা হয় তা নয়,
আবারও অপ্রয়োজনীয় কিছু এসে যায় এবং বলা হয় তা নয়, বারবার এমন ঘটে।
তাই বারবার উচ্চারিত হয় তা নয়, তা নয়। মানে যা খোঁজা হচ্ছে তা পাওয়া যাচ্ছে না।
আরও খুঁজতে হবে। কীভাবে খুঁজতে হবে? ‘তা নয়’ করে করে সবিস্তারে এবং
যা নয় সেটিও বাদ না-দিয়ে। আসলে কোনও কিছু খুঁজতে গেলে কোনও
কিছু বাদ দেওয়া যায় না। তা-নয়, তা-নয় করে সব কিছু দেখতে হয়।
এভাবে তা-নয় শব্দটি হয়ে গেল কোনও কিছু বাদ
না-দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

হিসাব আর হিসেবে / ড. মোহাম্মদ আমীন - শুবাচ