মুদ্রাদোষ / ড. মোহাম্মদ আমীন

মুদ্রাদোষ

মুদ্রা ও দোষ শব্দ নিয়ে মুদ্রাদোষ শব্দটি গঠিত। ‘মুদ্রা’ মানে টাকা পয়সা, অর্থ, সিলমোহর, ছাপ, হিন্দুদের দেবপূজাকালে বিভিন্ন ভঙ্গিতে করবিন্যাস, নাচের অঙ্গভঙ্গি, করতল বা পদতলের বিশেষ চিহ্ন প্রভৃতি। সুতরাং নানা কাজে ব্যক্তি বিশেষের বিভিন্ন মুদ্রা, চিহ্ন বা অঙ্গিভঙ্গি থাকে। সবার কথা বা বাচনভঙ্গি এক নয়। প্রত্যেকে একটি নিজস্ব মুদ্রা বা আঙ্গিকে আচরণ করে। তা হাতের, মুখের, চোখের বা শরীরের কিংবা স্বরবিস্তার, অঙ্গপরিচালনা- যে কোনভাবে হতে পারে। এ সব মুদ্রার অতি ব্যবহার কিংবা যে ব্যবহার অন্যের কাছে দোষের মনে হয় তা-ই মুদ্রাদোষ হয়ে পড়ে। মুদ্রার সাথে ‘কর’ যোগ হলে হবে মুদ্রাকর। ছাপাখানায় যে বই ছাপায়, ‘ক্ষর’ যোগ হলে ছাপবার টাইপ/ ‘ঙ্কন’ যোগ হলে সিল প্রভৃতির ছাপ/ ‘ঙ্কিত’ হলে ছাপযুক্ত/ ‘দোষ’ যোগ হলে একই বাচনভঙ্গি, বা স্বভাবগত বাগভঙ্গি , অঙ্গভঙ্গি করার কুঅভ্যাস / বিজ্ঞান যাগ হলে ধনতও্ব / আর যন্ত্র যোগ হলে হবে ছাপাকল বা যন্ত্র ।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন