অভিমান / ড. মোহাম্মদ আমীন

অভিমান

অভিমান শব্দের আভিধানিক অর্থ : আত্মীয়স্বজন কিংবা যে কোনও প্রিয়জনের অবজ্ঞা বা অবহেলাজনিত মনোবেদনা। আপনজন যত ঘনিষ্ঠ হয় মনোবেদনা তত অধিক ও জটিল হয়। সংগতকারণে মনোবেদনার প্রতিক্রিয়াও তত বেশি হয়। অতি ঘনিষ্ঠ ও গভীর সম্পর্কের ক্ষেত্রে সামান্য কারণেও মনোবেদনা প্রবল হয়ে উঠতে পারে। এ মনোবেদনার কারণে অনেকে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। তবে ‘অভিমান’ শব্দের আদি অর্থ এমন ছিল ন। শব্দটির আদি অর্থ ছিল ‘নিজের প্রতি মান’, ‘এমন ভাব’ প্রভৃতি। এ ভাব বা চেতনা থেকে শব্দের মূল অর্থ হয়ে দাঁড়ায় আত্মসম্মান, গৌরব, মান, অহঙ্কার প্রভৃতি। কোনও মানুষের মনে যখন এরূপ বোধের কারণে বঞ্চনার ভাব জাগে এবং বঞ্চনাটা যখন আসে প্রিয়জন হতে তখন হৃদয়-মন সত্যিকার অভিমানে ফুঁসে ওঠে। হিন্দিভাষাতেও ‘অভিমান’ আছে এবং বাংলার মতো একই অর্থ বহন করে।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন