গর্ব ও গৌরব / ড. মোহাম্মদ আমীন

গর্ব গৌরব
‘গুরুঅর্থ মুরুব্বি, পণ্ডিত, শিক্ষক, বিদগ্ধ জন, জ্ঞানদাতা, পরামর্শদাতা প্রভৃতি। এ গুরু শব্দ হতে ‘গৌরব’ শব্দের উদ্ভব। তাই এটি সবসময় ইতিবাচক। অন্যদিকে গৌরব শব্দের প্রত্যয়জাত অর্থগুরুত্ব, দামি, মূল্যবান, প্রয়োজনীয় ইত্যাদি। এসব প্রত্যয়ের সঙ্গে কিছুটা অহঙ্কার জড়িত হয়ে পড়ে। তাই গুরুত্ব কোনো কোনো ব্যক্তিকে অনেক সময় অহংবোধে আক্রান্ত করে তোলে। এজন্য এটি সবসময় ইতিবাচক না-ও হতে পারে। সংগতকারণে ‘গর্ব’ বলতে আমরা প্রায়শ অহংকারই বুঝে থাকি।অধিকাংশ অভিধানে ‘গর্ব’ ও ‘গৌরব’ শব্দের ব্যবহার অভিন্ন দেখান হয়েছে। তাই কোথাও কোথাও দুটো সমার্থক যেমন : (১)মুক্তিযোদ্ধারা দেশের গর্ব’ (২) মুক্তিযোদ্ধারা’ দেশের গৌরববর্ণিত দুটো বাক্যে ‘গর্ব’ ও ‘গৌরব’ অভিন্ন (ইতিবাচক) অর্থ প্রকাশ করেছে।তবে প্রায়োগিক ক্ষেত্রে অধিকাংশক্ষেত্রে শব্দ দুটোর ভিন্নার্থ দেখা যায়। সাধারণত ‘গর্ব’ নেতিবাচক এবংগৌরব’ ইতিবাচক অর্থে ব্যবহৃত হয় যেমন  : (১)গর্ব করা ভালো নয়’(নেতিবাচক), (২)তিনি দেশ জাতির গৌরব’(ইতিবাচক)

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল / ড. মোহাম্মদ আমীন