শব্দের শুদ্ধরূপ / এস এফ জ্যোতি

শব্দের_শুদ্ধরূপ
> 'অত্র বিদ্যালয়' কথাটি শুদ্ধ কি না?
উ: ভুল। কারণ, অত্র অর্থ এইখানে। বিদ্যালয় বা প্রতিষ্ঠান বা অন্য কিছুর আগে অত্র ব্যবহার করলে এর অর্থ দাঁড়ায় 'এইখানে বিদ্যালয়'। কিন্তু বোঝাতে চাওয়া হয় 'এই বিদ্যালয়'।
> বঁধু ও বধূ কোনটি সঠিক?
উ: দুটোই সঠিক। বঁধু অর্থ বন্ধু আর বধূ অর্থ বউ।
> কৌতুক ও কৌতূহল বানান কি সঠিক?
উ: কৌতুক বানানে 'উ-কার' হলেও কৌতূহলে 'ঊ-কার'
> বিভিষীকা বানানটি কি শুদ্ধ?
উ: না, ভুল। এর শুদ্ধরূপ 'বিভীষিকা'
> উপরোক্ত শব্দের সঠিক রূপ কী?
উ: উপরিউক্ত ও উপর্যুক্ত
> উল্লেখিত শব্দটি কি ভুল?
উ: কোথাও বা কখনও উল্লেখ হয়েছে এমন অর্থে উল্লেখিত ভুল, শুদ্ধ হবে উল্লেখকৃত। তবে উপরে উল্লেখ করা হয়েছে এমন অর্থে 'উল্লিখিত' শুদ্ধ
> ইতিপূর্বে, ইতিমধ্যে শব্দ দুটি কি শুদ্ধ?
উঃভুল। এই শব্দ দুটি প্রচলিত হলেও এর শুদ্ধ হবে ইতঃপূর্বে এবং ইতোমধ্যে।
> এতদ্বারা কি শুদ্ধ?
উ: না, ভুল। সন্ধির নিয়ম অনুসারে এতদ্দ্বারা শুদ্ধ বানান। এতত্‌ + দ্বারা --> এতদদ্বারা --> এতদ্দ্বারা।
> এমতাবস্থায় শব্দটির ব্যবহার কি ভুল?
উ: হ্যাঁ কারন এখানে 'এই মত অবস্থায় তিনটি শব্দ আছে। ফলে বাহুল্য দোষ ঘটেছে। শুদ্ধ হবে: এই অবস্থায় বা এই মতে
> সহসা অর্থে শীঘ্র বোঝায়?
উ: সহসা অর্থ হঠাৎ। শীঘ্র বোঝালে ভুল
> উর্দ্ধ না ঊর্ধ্ব কোনটি শুদ্ধ?
উ: ঊর্ধ্ব। কারণ প্রমিত বানান: ঊর্ধ্ব।
বিস্তারিত
শুবাচ লিংক
শুবাচ লিংক/২
শুদ্ধ বানান চর্চা লিংক/১
শুদ্ধ বানান চর্চা লিংক/২

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

হিসাব আর হিসেবে / ড. মোহাম্মদ আমীন - শুবাচ