ত্যাগ ও বিসর্জন / ড. মোহাম্মদ আমীন

ত্যাগবিসর্জনদুটের আভিধানিক অর্থ প্রায় অভিন্ন হলেও প্রায়োগিক অর্থে বিশাল পার্থক্য দেখা যায়ত্যাগবিসর্জনঅর্থ বর্জন, পরিহার, বর্জন প্রভৃতি প্রকৃতপক্ষে মন্দ কিংবা মন্দ গণ্য করে কোনো কিছু বর্জন বা পরিহার করাকে সাধারণত ত্যাগ বলা হয় যেমন:ছেলেটি বদভ্যাস ত্যাগ করেছে ছেলেটি তার মাকে ত্যাগ (হয়তো মাকে সহ্য করতে না-পেরে) করে চলে গিয়েছে পিতা পুত্রকে ত্যগ করে নিরুদ্দেশ হলেন অন্যদিকে যা মন্দ নয় বরং অতি প্রিয়, অতি কল্যাণকর মঙ্গলময় তাকে বর্জন করতে বাধ্য হওয়াকে বিসর্জন বলা হয় যেমন: দুর্গাকে বিসর্জন দেওয়া হয়েছে রহমান সাহেব (পরিস্থিতির কারণে) তার আদর্শ বিসর্জন দিয়ে কাজটি করেছেন

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন