নষ্ট বিনষ্ট / ড. মোহাম্মদ আমীন

নষ্ট বিনষ্ট

‘নষ্ট’ শব্দের অর্থ ধ্বংসপ্রাপ্ত, বিনাশপ্রাপ্ত, ব্যর্থ, বিফল. বিকৃত, ব্যবহারের অযোগ্য, খারাপ চরিত্র ইত্যাদি।সাধারণত ‘বিনষ্ট’ শব্দের অর্থও প্রায় অভিন্ন। তবে ‘খারাপ চরিত্র’ প্রকাশে ‘বিনষ্ট’ শব্দের ব্যবহার দেখা যায় না। যেমন : ‘নষ্ট চরিত্রের ছেলে’ যত সহজে ও অনবরত শোনা যায় যায় ‘বিনষ্ট চরিত্রের ছেলে’ তত বলা হয় না। বস্তু বা বিষয়ের যে অবস্থা প্রকাশে ‘নষ্ট’ শব্দ ব্যবহৃত হয়, সে অভিন্ন অর্থ প্রকাশে কোনোরূপ সংশয় ছাড়া ‘বিনষ্ট’ শব্দ ব্যবহার করা যায়।ঈদানীং ‘বিনষ্ট’ শব্দটির ব্যবহার খুব কম এবং শব্দটি প্রায় বিলুপ্তির পথে। সাধারণত অভিশাপ বা অকল্যাণ কামনায় কিংবা প্রাকৃতিক বিপর্যয়ের বিষয় বুঝাতে অনেকে ‘নষ্ট’ শব্দের পরিবর্তে ‘বিনষ্ট’ শব্দ ব্যবহার করে থাকেন। প্রকৃতপক্ষে বিনষ্টের পরিবর্তে এসব ক্ষেত্রে বিনাশই সমধিক ব্যবহৃত হয়। যেমন : আমি অভিশাপ দিলাম, তার সব বিনাশ (বিনষ্ট) হয়ে যাবে। প্রকৃতির এমন বিনষ্ট তাণ্ডব আর দেখিনি। তবে শব্দ দুটোর মধ্যে সূক্ষ্ণ পার্থক্য রয়েছে।‘বি’ উপসর্গ দিয়ে সাধারণত কার্যকরণের ব্যাপকতা প্রকাশ করা হলেও বিনষ্ট’ শব্দের ক্ষেত্রে ‘বি’-উপসর্গ কিছুটা ভিন্নতার দাবি রাখে। এক্ষেত্রে ‘বি’ ‍উপসর্গ ‘নষ্ট’ শব্দের প্রতিক্রিয়াকে বরং কিছুটা হালকা করে দেয় এবং কিছু কিছু ক্ষেত্রে সম্ভাব্যতাও প্রকাশ করে। যেমন : ছেলেটা নষ্ট হয়ে গেল এখন পরিবারটা বিনষ্টের পথে।একই পদের পুনরাবৃত্তি রোধ করে বাক্যকে সুন্দর করার ক্ষেত্রে মূলত ‘বিনষ্ট’ শব্দের ব্যবহার সমধিক। যেমন : নষ্ট মানুষ বিনষ্ট জাতি।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন