হাড় / বিনয় রায়

"হাড়" হলো অস্থি; অর্থাৎ যা দিয়ে মেরুদন্ডী প্রাণির দেহের কাঠামো তৈরি হয়। কিন্তু হাড় যুক্ত কিছু শব্দের প্রয়োগ আছে যার সাথে হাড়ের আভিধানিক অর্থের কোনো মিল নাই।

১. হাড় ভাজাভাজা হওয়া= অতিশয় জ্বালাযন্ত্রণা২. হাড় গুঁড়ো করা= অতিশয় প্রহার করা৩. হাড়কিপটে= অতি কৃপণ৪. হাড়-জিরজিরে= স্বস্তিলাভ করা৫. হাড় মাটি করা= অত্যন্ত জ্বালাতন করা৬. হাড়ে-মাসে-জড়ানো= অচ্ছেদ্য সম্পর্কযুক্ত৭. হাড়ে-হাড়ে= পুরোপুরি৮. হাড় কালি হওয়া= দুঃখ ভোগ করা৯. হাড়পাকা= পাকামিতে পটু১০. হাড়ভাঙা= অতি শ্রমসাধ্য

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন