শুবাচ / এস এস জ্যোতি
শুদ্ধ বানান চর্চা
-------------------
বানান বানান ভুল বানানের খেলা
সবাই মিলে বানালো এক শুদ্ধ বানান মেলা।
সবাই মিলে গোলটেবিল বসেছে আজ ঠিক,
টেবিলটা কি গোলই ছিল? লাগে কেন বেঠিক।
সন্ধি কিংবা সমাস যোগে শব্দ হলে সৃষ্ট
জেনে গেছি আর হবে না ণত্ব বিধান নষ্ট।
অগ্রনেতা অগ্রনায়ক বহির্গমন হলে
দুর্নীতি আর দুর্নামেও একই নিয়ম চলে।
মৃগনাভি লক্ষ করি মূর্ধন্য-ণ যে নেই
কস্তুরী হয় এটা, জানে না অনেকেই।
অগ্রহায়ণ অগ্রণী আর গ্রামীণের বেলায়
একপদে তা গণ্য হবে শুদ্ধ বানান খেলায়।
আমি এলাম কেন এবার ভাবছি বসে তাই,
অর্থনীতি রেখে আমি বাংলার গান গাই।
Comments
Post a Comment