আফ্রিদি / ড. মোহাম্মদ আমীন

‘আফ্রিদি’ মোগল ও ব্রিটিশ শাসনের শেষ যুগে ভারত-আফগানিস্তান সীমান্তে বসবাসকারী যুদ্ধপ্রিয় একটি উগ্র উপজাতিবিশেষ। এ জাতি খ্রিস্টপূর্ব সময় হতে উপমহাদেশের বিভিন্ন জায়গায় বসবাস করে আসছিল। মোগল ও ব্রিটিশ যুগের শেষদিকে তারা ভারত-আফগানিস্তান সীমান্তে একত্রিত হয়ে বসবাস শুরু করে। আফ্রোদিতি, Aphrodite ছিল গ্রিকদের প্রেমের দেবী। রোমানদের প্রেমের দেবী Venus. গ্রিকদের প্রেমের দেবি কীভাবে উপমহাদেশের এসে যুদ্ধপ্রিয় একটি জাতির নাম ধারণ করল? আলেকজান্ডারের ভারত অভিযানকালে উপমহাদেশের যে জনগোষ্ঠী যুদ্ধপ্রিয় ও উগ্র ছিল, তাদের ‘ আফ্রিদি’ নামে ডাকা শুরু হয়। যুদ্ধ আর প্রেম মূলত অভিন্ন সূত্রে গাঁথা একটি ভিন্ন প্রত্যয়। প্রেমের জন্য যুদ্ধ হয়, প্রেম ছাড়া কোনও কোনও কালে বিশ্বে যুদ্ধ সংঘটিত হয়নি। হোক না তা নারীর জন্য, ভূমি, সম্পদ বা ধর্মের জন্য। ধর্মপ্রেমীরা ধর্মের জন্য, দেশপ্রেমীরা দেশের জন্য আর সম্পদপ্রেমীরা সম্পদের জন্য যুদ্ধ করে। গ্রিক পুরাণে নারী হেলেনের জন্য কী ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হয়েছিল তা কমবেশি আমাদের জানা আছে। প্রতিনিয়ত যে যুদ্ধ, হানাহানি বা রক্তারক্তি হচ্ছে তার মূলে রয়েছে প্রেম। যেমন : দলপ্রেম, ভূমিপ্রেম, ক্ষমতাপ্রেম, নারীপ্রেম, পুরুষপ্রেম ইত্যাদি। তাই গ্রিকদের যুদ্ধের দেবী ও রোমানদের প্রেমের দেবী দুটোই যুদ্ধের প্রত্যক্ষ ও পরোক্ষ উৎস। এ যুদ্ধের দেবী আফ্রোদিতি হতে ‘আফ্রিদি’ নামের উদ্ভব।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন