কাব্য-টাস্কি / ড. মোহাম্মদ আমীন


বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি ‘দিগন্ত ধারা সাহিত্য পুরস্কার’-এর জন্য নির্বাচিত হয়েছেন। আয়োজক সংস্থার সম্পাদক শাহজাদা সামশ কবিকে রিং করে বললেন : দাদা, পুরস্কারটি গ্রহণ করে আমাদের সম্মানিত করবেন। ওইদিন কিন্তু অন্যকোনো কর্মসূচি রাখতে পারবেন না।
কবি বললেন : ডোনেশন কত?শাহাজাদা বললেন : না, দাদা, আপনাকে এক টাকাও ডোনেশন দিতে হবে না। আপনি এলেই আমরা খুশি হয়ে যাব। ক্ষীপ্ত হয়ে উঠলেন কবি : আরে মিয়া, আমি বলছি আমাকে কত টাকা ডোনেশন দেবেন?শাহজাদা নতুন অভিজ্ঞতায় সিক্ত হয়ে রিক্তকণ্ঠে বললেন : দেখি আলাপ করে।ঘটনাটি গত সপ্তাহের। শাহজাদা শামস নিজেই বলেছেন শুবাচের আড্ডায়। তিনি নাকি জীবনে এমন কাব্য-টাস্কি আর খাননি।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন