সমালোচনা / ড. মোহাম্মদ আমীন


সমালোচনা
শাসন করা তারই সাজে সোহাগ করে যে- বাণীটি সমালোচনার অন্তর্নিহিত প্রতিভূ। সমাদরের সঙ্গে যে আলোচনা- সেটিই হচ্ছে সমালোচনা। অন্যভাবে বলা যায়, যে আলোচনায় সমাদর থাকে সেটিই সমালোচনা। সমাদর মানে সহমর্মিতামূলক আদর, এখানে যাই থাকুক বা যা-ই বলা হোক না কেন, সবটিই হবে মঙ্গলার্থক, সহমর্মিতাপ্রসূত, বিদ্বেষহীন এবং পরামর্শমূলক। এরূপ আদর বা সমালোচনায় থাকে অকৃত্রিম ভালবাসায় মুগ্ধ প্রাণোচ্ছল বর্ণন। সমালোচনা করতে হলে অনেক গভীর মন আর উদার হৃদয়ের প্রয়োজন হয়। যার সমালোচনা করা হয়, তার প্রতি গভীর মমত্ববোধ না-থাকলে কেউ কারও সমালোচনা করতে পারে না। প্রকৃত বন্ধুই কেবল সমালোচনা করতে পারে। মানবেন্দ্র পালের ভাষায় বলা যায়, সম+ আলোচনা= সমালোচনা। অর্থাৎ দোষালোচনা + গুণালোচনা= সমালোচনা। সমালোচনায় একজনের প্রকৃত আচরণ পরম মমতায় এবং দুরদৃষ্টিসম্পন্ন বিচারকের চুলচেরা বিশ্লেষণের মতো। সন্তানের প্রতি একজন বিচক্ষণ মায়ের শাসন সমালোচনার একটি দিক। কিন্তু এখন সমালোচনার সে অর্থ ও প্রয়োগ কোনোটা আর চোখে পড়ে না। এখন অধিকাংশ ক্ষেত্রে সমালোচনার নামে যা হয় সেটি গাল্যচোনা।
সূত্র : ড. মোহাম্মদ আমীন, বাংলা শব্দের পৌরাণিক উৎস, পুথিনিলয়, বাংলা বাজার, ঢাকা।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন