অর্থনাশ/ ড. মোহাম্মদ আমীন


হলি (holy) অর্থ পবিত্র এবং ডে (day) অর্থ দিন। সুতরাং হলিডে অর্থ পবিত্র দিন। কিন্তু বাংলায় হলিডে অর্থ ছুটির দিন (close day) । খ্রিস্টান সংস্কৃতিতে রবিবার পবিত্র দিন (holiday/holy day)। এজন্য রবিবার তাদের কাছে হলিডে, মূলত হলিডে বলতে ‌'রবিবার'-কে বুঝায়, ছুটির দিন নয়। পবিত্রদিনে প্রার্থনা গৃহে যাবার জন্য রবিবার অনেক কার্যালয় বন্ধ রাখা হতো। তাই হলিডে, পবিত্রদিন আর রবিবার সমার্থক হয়ে যায়। ব্রিটিশ শাসনামলে অন্যান্য ব্রিটিশ শাসিত উপনিবেশের ন্যায় আমাদের দেশেও খ্রিস্টান সংস্কৃতি ছড়িয়ে পড়ে। ফলে তাদের পবিত্রদিন বা রবিবার হয়ে যায় আমাদের ছুটির দিন- এটি যে বারই হোক না। কিন্তু রবিবার আমাদের পবিত্র দিন নয়। এভাবে নানা কারণে শব্দের অর্থনাশ হয়, নতুন অর্থ সৃষ্টি হয়। না হলে বন্ধের দিন (close day) কীভাবে পবিত্রদিন (holiday) দিন হয়?

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন