ভাষা নিয়ে মজার ধাঁধা / সনোয়ার রাসেল -শুবাচ


ভাষার মাস, ভালবাসার মাস ফেব্রুয়ারি। এই ভাষার প্রতি ভালবাসা যে কেবল সমাজের


শিক্ষিত ভদ্রজনের ভিতরই প্রবাহিত এ কথা ঠিক নয়। আমাদের প্রান্তিক জনগোষ্ঠীতেও তাই দেখি ভাষা নিয়ে মজার সব খেলা, যা কিনা পুঁথিগত ব্যাকরণের মত দাঁত ভাঙ্গা নয়, কিন্তু অন্তরে গেঁথে যাওয়ার মতই সহজ। দুটো উদাহরণ দেই। ময়মনসিংহ অঞ্চলের একটি প্রবাদ, ক্ষেত্রবিশেষে ধাঁ ধাঁ হিসাবেও ব্যবহৃত হয়ঃ
লাগ কইলেই লাগে না, বেলাগ কইলেই লাগে,কলায় চলায় লাগে না, লেম্বুতে টেম্বুতে লাগে!কি গভীর ভাবার্থ, একই সাথে ব্যাকরণ। ভাবার্থ হল, যেখানে ঝামেলা হওয়ার কথা সেখানে হয় না, অথচ যেখানে আশংকা নেই সেখানেই লেগে যায় ঝামেলা। আর ব্যাকরণ হল, লাগ বলতে দুই ঠোঁট লাগে না, বেলাগ বলতে গেলে 'ব' উচ্চারণ করতে হয়, তখন ঠোঁটে ঠোঁটে লেগে যায়। একইভাবে কলা ও চলায় লাগে না, অথচ লেম্বুতে 'ম' ও 'ব' দুটোই থাকায় লাগে। অর্থাৎ ওষ্ঠ বর্ণ।
আরেকটি হলঃ
গেছলাম গৌরীপুর, দেইখ্যা আইছি দুই চুর,দুই চুরে বাড়া বান্দে, ধাপ্পুর ধুপ্পুর।এই ধাঁ ধাঁ টির উত্তরও হলো দুই ঠোঁট। ধাপ্পুর ধুপ্পুর উচ্চারণ করতে গেলে দুই ঠোঁট তো লাগবেই!
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে পৃথিবীর সকল প্রাকৃতজনের ভাষার প্রতি জানাই আমার অকৃত্রিম ভালবাসা।

Comments

  1. সুন্দর উপমায় আঞ্চলিক বাংলা ভাযাকে = আধুনিকরন সাধু বাংলা ভাষায় ব্যাকরন সম্যত উপস্হাপনায় অনন্য উদাহয়ন -ধন্য লেখক 'সানোয়ার রাসেল' চালিয়ে যান বই আকারে প্রকাশ করার অনুরোধ রইলো =আমরাও জানবো ও শিখবো !বাহ্

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন