শুবাচ সারাবছরটাকেই ফেব্রুয়ারি করে রাখে / বাঙালি ভাই



'শুবাচ' শুধু বানান শিক্ষাই নয়। আমি মনে করি, এটি আচরণ শিক্ষারও একটি বড় ক্ষেত্রে পরিণত হয়েছে। এর সাথে জড়িত গুণীজনদের বিশেষ করে ড. মোহাম্মদ আমীন, খুরশেদ আহমেদ, আবুল কাসেম, অরবিন্দ বর্মন, শালাস্কো শাহাদত স্যারদের সাথে নাইমা সেহেলি ম্যাডামের হাসি-আনন্দের মধ্য দিয়ে বাংলা বানান শিক্ষার ব্যাপারে তাঁদের সহযোগিতামূলক মনোভাব আমাকে অবাক করে। তাঁরা যেভাবে অন্যের চাওয়া এবং জিজ্ঞাসাকে গুরুত্বসহকারে নিয়ে বিভিন্ন দলিল পত্রাদিসহ উত্তর দিতে চেষ্টা করেন। কোনো কিছুতেই তার মূল্যায়ন করা সম্ভব নয়। এটা কেবল মাতৃভাষার প্রতি অকৃত্রিম ভালবাসা থেকেই করা সম্ভব। 
আমি নিঃসংকোচেই বলতে পারি যে, ফেসবুকের কল্যাণে 'শুবাচ'ই আমার সবচেয়ে বড় পাওয়া। এরচেয়ে বড় কথা হলো - শুবাচ যেন আমাদের কাছে সারা বছরটাকেই ফেব্রুয়ারি করে রাখে। শুবাচের প্রচেষ্টার ফসল ছড়িয়ে পড়ুক প্রতিটি বাঙালির হৃদয়ে। ঘরে ঘরে চালু হোক শুদ্ধ বানান ও শুদ্ধ ভাষা চর্চা। এ ভাষার মাসে ভাষার দিনে ভাষা শহিদদের পাশাপাশি শুবাচের সাথে সংশ্লিষ্ট সকল ভাষাপ্রেমী ভাই-বোন এবং গুণীজনদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা।শুবাচ এর সঙ্গে কণ্ঠে মিলিয়ে বলতে চাই : শুদ্ধ বানান শুদ্ধ ভাষা, বাংলা আমার ভালবাসা।

Comments

  1. দারুণ লিখেছেন।

    ReplyDelete
  2. বাংলা চলুক "শুবাচ" চর্চায় আগামীেতও জীবন চলার মনো শক্তি ও বিশ্বাসে নতুন পৃথিবীতে আমাদের মাতৃভাষাকে মাথা উঁচু করবে মহাকাশে আজীবন - ধন্য মোঃ আমিন ও বাঙ্গালি ভাই -জয়বাংলা

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন