গুণ্ডার নাম্বার / ড. মোহাম্মদ আমীন


কবি নির্মলেন্দু গুণের মোবাইল নাম্বার চাইলেন আমার পরিচিত একজন। 
আমার কাছে ছিল না তাঁর নাম্বার। টেলিফোন ডাইরেক্টরি অফিসে রেখে এসেছি।
প্রকাশনা সংস্থার প্রশাসনিক কর্মকর্তা তুষার প্রসূনকে রিং 
করি : গুণ দা, মানে নির্মলেন্দু গুণের নাম্বারটা দাও।
আমি এসএমএস করে দিচ্ছি স্যার।
কিছুক্ষণ পর এসএমএস এল তুষারের।
তুষার লিখেছে : Gundar Number : 01717116 - - -.

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন