সাক্ষাৎকার ও অভিনব নাম / ড. মোহাম্মদ আমীন


নামের আগে ‘মৃত’ লেখা হলে তা নামের অংশ হিসাবেই পঠিত হয়। তাই নামের প্রারম্ভে ‘মৃত’ লেখা অনেকে উপহাস ও অসৌজন্য মনে করেন। ব্যক্তি মারা যেতে পারে কিন্তু নাম কখনও মরে না। একজন লোক মারা গেলে তার নাম পরিবর্তন করে ফেলা মৃতব্যক্তির প্রতি নিষ্ঠুরতা। নামের আগে ‘মৃত’ লেখা নিয়ে নানা জটিলতার সৃষ্টি হয়। একটি বহুজাতিক কোম্পানির নিয়োগের সাক্ষাৎকারে কী হয়েছে দেখুন :প্রথম প্রশ্নকর্তা : তোমার নাম কী?প্রথম উত্তরদাতা : মোহাম্মদ আলিমুদ্দিন।দ্বিতীয় প্রশ্নকর্তা : বাবার নাম?উত্তরদাতা : মৃত মোহাম্মদ আফিজুদ্দিন।প্রথম প্রশ্নকর্তা : Mrito Mohammed Afhijuddin?উত্তরদাতা : জি স্যার। দ্বিতীয় প্রশ্নকর্তা : তার মানে, তোমার বাবার নামের প্রথম অংশ হচ্ছে ‘মৃত Mrito'আঁতকে ওঠেন তৃতীয় প্রশ্নকর্তা : এমন নাম তো কখনও শুনিনি! মানুষের নামের প্রথম অংশ কীভাবে ‘মৃত’ হয়? তাহলে তো তোমার নাম ‘মৃত মোহাম্মদ আলিমুদ্দিন’ হওয়া উচিত।উত্তরদাতা : স্যার, আমি তো এখনও মরিনি।চতুর্থ প্রশ্নকর্তা : মৃত ব্যক্তির নামের আগে ‘মৃত’ লিখলে, জীবিত ব্যক্তির নামের আগে ‘জীবিত’ লেখা সমীচীন। সে হিসাবে তোমার নাম তো ‘জীবিত মোহাম্মদ আলিমুদ্দিন’।উত্তর দাতা : জি স্যার।চতুর্থ প্রশ্নকর্তা : বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়কের নাম কী?উত্তরদাতা : এম এ জি ওসমানী।পঞ্চম প্রশ্নকর্তা : মারা যাওয়ায় তোমার বাবার নাম যদি ‘মৃত মোহাম্মদ আলিমুদ্দিন’ হয়; তো মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের নাম ‘মৃত এম এ জি ওসমানী’ হওয়া উচিত।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন