কৌতুক সমাচার / শাহিদুল হক- শুবাচ

আবুল কাশেম তার শিশুপুত্রের নাম রাখলো অধ্যাপক আবুল হাশেম। আকিকা ও দোয়ামাহফিলে শিশু সন্তানের নামের পূর্বে যে শব্দই বসুক না কেন তা নাম হিসেবেই বা নামের অংশ হিসেবেই গণ্য হবে।
তাকে প্রশ্ন করা হল, ছেলে যদি বড় হয়ে অধ্যাপক হয়, তখন কী হবে?
আবুল কাশেমের সোজা উত্তর, তখন সে অধ্যাপক আবুল হাশেম অধ্যাপক লিখবে।
মূলত কোন বিষয়েই মূর্খদের সাথে তর্ক করা ঠিক না।
পূর্বে অধ্যাপক লাগানোর বিষয়ে একজন আপত্তি জানিয়ে তাকে বোঝানোর চেষ্টা করল যে, এটা ঠিক না। কারণ, এটা একটি পদের নাম। কিন্তু আবুল কাশেম তার সিদ্ধান্তে অনড়। সে বলল, অনেকেই নামের পূর্বে এ জাতীয় শ্রুতিমধুর শব্দ নাম হিসেবেই ব্যবহার করছে। তাই সেও তার সন্তানের নাম হিসেবে এটাই রাখবে। সে আর কোন যুক্তি মানতে রাজি নয়। তার যুক্তিতে পদবী নাকি নামের পরে বসে । মূল নামের

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন