মিষ্টিমুখ / যুবায়ের আহমাদ - শুবাচ

'মিষ্টিমুখ' আর 'মিষ্টি মুখ' আদৌ এক জিনিস নয়। শব্দ দুটোর অর্থে ভিন্নতা
রয়েছে। 'মিষ্টিমুখ' মানে মিষ্টি খাওয়ানোর পদ্ধতিবিশেষ। এর আক্ষরিক অর্থ ‌ মুখে মিষ্টি তুলে দেওয়া। আর 'মিষ্টি মুখ' হলো ওই মুখ, যা দেখতে মিষ্টি, মানো সুন্দর, আকর্ষণীয়। অর্থাৎ মায়াবী মুখ। বিষয়টি আরও পরিষ্কাররূপে বোঝানোর জন্যে মিষ্টি একটা উদাহরণ দিচ্ছি : "কামাল সাহেব নববধূর মিষ্টি মুখ দেখে মিষ্টিমুখ করানোর কথা ভুলে গেলেন!"

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন