কৌতুক: হিজ ও হারের উপর চন্দ্রবিন্দু / শাহিদুল হক - শুবাচ


হাসেম মিয়ার ইংরেজি বানান জ্ঞান দেখে তার শিক্ষক তো হেসেই অস্থির। শিক্ষক শ্রেণিকক্ষে এসেই ছাত্রদের বললেন, হাসেম মিয়া এটি সুন্দর প্যারাগ্রাফ লিখেছে। তবে সে হিজ ও হারের উপর বড় করে চন্দ্রবিন্দু দিয়েছে! 
হাশেম মিয়া দাঁড়িয়ে বললো, স্যার, বাংলাক্লাশে শিখানে হয়েছে, আমরা যেন সর্বনামে সম্মানসূচক চন্দ্রবিন্দু দিই। তাই আমি হিজ ও হারের উপরও সম্মানসূচক চন্দ্রবিন্দু দিয়েছি।হাশেম মিয়ার সম্মানজ্ঞান দেখে শ্রেণিকক্ষের সবাই হেসে উঠলো।শিক্ষক বললেন, হাশেম মিয়া, প্রথমত ইংরেজি ভাষায় চন্দ্রবিন্দুর ব্যবহার নেই। দ্বিতীয়ত সর্বনামের উপর চন্দ্রবিন্দু দিয়ে সমাজে শ্রেণিভেদ সৃষ্টি করাটাও ঠিক না।এর ব্যবহার এক সময় হতো। এখন অনেকেই করেন না।এবার গোপাল দাঁড়িয়ে বললো, স্যার, আমার চন্দ্রীয় দাদা আমাকেও মৃত ব্যক্তির নামের উপর চন্দ্রবিন্দু দেওয়ার জন্য বলেছিলেন।শিক্ষক বললেন, মৃত ব্যক্তির নামের শুরুতে চন্দ্রবিন্দু দিলে তাকে চন্দ্রীয় বলা হয় না, বলা হয় স্বর্গীয়। এখন কে স্বর্গীয় এবং কে নারকীয় তা কি আমাদের দ্বারা চিহ্নত করা সম্ভব? সুতরাং এ প্রথাও রাখা ঠিক হবে না। তোমরা শুধু তৎসম শব্দ থেকে পঞ্চবর্গীয় বর্ণের বিলোপ ঘটলে তদ্ভব শব্দে তার জায়গায় চন্দ্রবিন্দু দিতে পারো। আর হিজ কিংবা হারের উপর তো নয়-ই।

Comments