বিয়ের দাওয়াতপত্র / ড. মোহাম্মদ আমীন

একটি বড় প্রশ্ন
========
বাংলায় লেখা বিয়ের দাওয়াতপত্র খুঁজতে গিয়ে বুঝলাম, এটি বড় দুর্লভ। বাসায় অনেক বাংলাভাষীর পুত্র-কন্যার বিয়ের দাওয়াতপত্র কিন্তু সব ইংরেজিতে। 
বাংলায় লেখা বিয়ের দাওয়াতপত্র কখন দেখেছি মনে পড়ে না। ইংরেজি 
না-জানলেও পুত্র-কন্যার বিয়ের দাওয়াতপত্রে ইংরেজি ভাষার 
ব্যবহার বাঙালির চরম হীনম্মন্যতা ও সাংস্কৃতিক দীনতার 
পরিচায়ক। ইংরেজিতে বিয়ের দাওয়াতপত্র লিখে 
অভিজাত হওয়ার এমন হীন মানসিকতা 
হতে জাতি কী 
মুক্তি পাবে?

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন