মং শব্দের অর্থ / ড. মোহাম্মদ আমীন

'মং দশ হাজার টাকা'- এ বাক্যে 'মং' অর্থ কী?
মং এর পূর্ণরূপ "মবলগ বা মোট।"
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান [প্রথম প্রকাশ ফেব্রুয়ারি ২০১৬]  অনুযায়ী: মবলগ /মব্‌লগ্‌/ [আ.] বিণ. ১ নগদ। ২ মোট। ক্রিবিণ. সাকুল্যে, একুনে।"
বাংলা ভাষায় ব্যবহৃত আরবি ফারসি উর্দু শব্দের অভিধান [সংকলন ও সম্পাদনা: ড. মোহাম্মদ হারুন রশিদ, বাংলা একাডেমি ঢাকা, প্রথম প্রকাশ: জ্যৈষ্ঠ ১৪২২/মে ২০১৫]  অনুযায়ী : মবলগ বিণ. ১. মোট; থোক। ২. নগদ। [আ. মবলগ مــبــلــغ]"
Bangla Academy Perso-Arabic Elements in Bengali (বাঙ্‌লায় ফারসী-আরবী উপাদান) [by Dr. Shaikh Ghulam Maqsud Hilali, First Published: January 1967, First Reprint: December 2002] গ্রন্থে উল্লেখ আছে:"মবলগ - [Ar. mablagh] sum; total; ready money; cash.

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন