সাধু ভাষায় ‘ঙ্গ’ চলিত ভাষায় ‘ঙ’ / ড. মোহাম্মদ আমীন

সাধু ভাষায় ‘ঙ্গ’ চলিত ভাষায় ‘ঙ’:
সাধু ভাষায় ব্যবহৃত কিছু শব্দের ‘ঙ্গ’- এর স্থলে চলিত ভাষায় কোমল রূপ হিসেবে ‘ঙ’ আসে।
যেমন : আঙ্গুর> আঙুর; কাঙ্গাল> কাঙাল।
তেমনি, আঙিনা, আঙুল, গাঙ, গোঙানি, ঘুঙুর, ঘেঙানি
চঙর, চাঙারি, চোঙ, চোঙা, জাঙাল, ঝিঙে, টঙ, টাঙা
টাঙানো, টাঙি, টুঙি, ঠোঙা, ঠ্যাঙানো, ঠ্যাঙাড়ে, ডাঙা
ডিঙা, ডিঙানো, ডিঙি, ডোঙা, ঢ্যাঙা, ফিঙে, বাঙালি
ভাঙ, ভাঙন, ভাঙা, ভাঙানো, ভেঙানি, ভ্যাঙানো, মাছরাঙা
রঙ, রঙিন, রাঙা, রাঙামাটি, লাঙল, শিঙা, হাঙর, হিঙ ইত্যাদি।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন