অনুজ্ঞায় নিষেধ / সুমন্ত বর্মণ
'না' কি কেবলই 'না'?
বাংলা ভাষায় দু ধরনের 'না' আছে—একটি নিষেধাত্মক, আর একটি অনুজ্ঞায় পীড়াপীড়ি বা নির্বন্ধসূচক৷ দ্বিতীয়টির উদাহরণ:
→যা-না, দেখ্-না ওখানে কে বসে আছে৷
→শোনো-না আমার কথাটা৷
→বলুন-না আজ কী দিয়ে ভাত খেয়েছেন৷
→ও একবার কথাটা পেড়েই দেখুক- না৷
→যা-না, দেখ্-না ওখানে কে বসে আছে৷
→শোনো-না আমার কথাটা৷
→বলুন-না আজ কী দিয়ে ভাত খেয়েছেন৷
→ও একবার কথাটা পেড়েই দেখুক- না৷
উপর্যুক্ত 'না'গুলো নিষেধ প্রকাশ তো করেই না, উপরন্তু পীড়াপীড়ি, জেদ, গোঁ, গভীর আগ্রহ প্রকাশ করে৷
যদি অনুজ্ঞায় নিষেধ করতে হয়, অর্থাৎ কাউকে কিছু বারণ করতে হয় তবে বর্তমান অনুজ্ঞার ক্রিয়ারূপের সঙ্গে নয়, ভবিষ্যৎ অনুজ্ঞার সঙ্গে 'না' যোগ করতে হবে৷ এখানে অনুজ্ঞা, অনুজ্ঞা-নির্বন্ধ এবং অনুজ্ঞা-নিষেধ দিয়ে প্রক্রিয়াটি দেখানো হলো:
অনুজ্ঞা: তুমি ওকে সেই কথাটা বলো৷
অনুজ্ঞানির্বন্ধ: তুমি ওকে সেই কথাটা বলো-না৷
অনুজ্ঞানিষেধ: তুমি ওকে সেই কথাটা বোলো না৷
অনুজ্ঞানির্বন্ধ: তুমি ওকে সেই কথাটা বলো-না৷
অনুজ্ঞানিষেধ: তুমি ওকে সেই কথাটা বোলো না৷
অনুজ্ঞা: তুই জিনিসটা কেন্৷
অনুজ্ঞানির্বন্ধ: তুই জিনিসটা কেন্-না৷
অনুজ্ঞানিষেধ: তুই জিনিসটা কিনিস না৷
অনুজ্ঞানির্বন্ধ: তুই জিনিসটা কেন্-না৷
অনুজ্ঞানিষেধ: তুই জিনিসটা কিনিস না৷
অনুজ্ঞা: আপনি হাত থেকে ওটা নামিয়ে রাখুন৷
অনুজ্ঞানির্বন্ধ: আপনি হাত থেকে ওটা নামিয়ে রাখুন-না৷
অনুজ্ঞানিষেধ: আপনি হাত থেকে ওটা নামিয়ে রাখবেন না৷
অনুজ্ঞানির্বন্ধ: আপনি হাত থেকে ওটা নামিয়ে রাখুন-না৷
অনুজ্ঞানিষেধ: আপনি হাত থেকে ওটা নামিয়ে রাখবেন না৷
শুধু অন্যপক্ষ নয়, বক্তাপক্ষেও এই নির্বন্ধের 'না' অনুরোধ বা অনুমতি প্রার্থনায় ব্যবহৃত হয়:
→যাই না, দেখি না ও কী বলে!
→ আহ্, একটু শুনিই না ওর বক্তৃতা৷
→যাই না, দেখি না ও কী বলে!
→ আহ্, একটু শুনিই না ওর বক্তৃতা৷
অন্যপক্ষ অনুজ্ঞায় নিষেধের তিনটি উপায় আছে৷
১৷ ভবিষ্যৎ ক্রিয়ারূপের পরে 'না' বসানো:
→ও এ-কথা বলুক—ও এ-কথা বলবে না৷
→উনি এখন যান—উনি এখন যাবেন না৷
২৷ ক্রিয়ারূপের পূর্বে 'না' বসানো:
→ও এ-কথা না বলুক৷
→আমি চাই আজ বৃষ্টি না হোক৷
→এই রাত শেষ না হোক৷
৩৷ যেন...না যোগে:
→ও যেন এ-কথা না বলে৷
→ইনি যেন মুখ না খোলেন৷
→শান্ত যেন আজ টিমের হয়ে খেলতে না নামে৷
১৷ ভবিষ্যৎ ক্রিয়ারূপের পরে 'না' বসানো:
→ও এ-কথা বলুক—ও এ-কথা বলবে না৷
→উনি এখন যান—উনি এখন যাবেন না৷
২৷ ক্রিয়ারূপের পূর্বে 'না' বসানো:
→ও এ-কথা না বলুক৷
→আমি চাই আজ বৃষ্টি না হোক৷
→এই রাত শেষ না হোক৷
৩৷ যেন...না যোগে:
→ও যেন এ-কথা না বলে৷
→ইনি যেন মুখ না খোলেন৷
→শান্ত যেন আজ টিমের হয়ে খেলতে না নামে৷
[সূত্র: বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, প্রথম খণ্ড, ২য় সংস্করণ-ডিসেম্বর ২০১২, পৃষ্ঠা-৩৬৫,৩৬৬]
Comments
Post a Comment