না হয় বনাম নাহয় / ড. মোহাম্মদ আমীন

না হয়/নাহয়
‘না হয়’ ও ‘নাহয়’ দুটি ভিন্ন অর্থ প্রকাশক বাগ্‌ভঙ্গি। অনেকে দুটি বাগ্‌ভঙ্গিকে অভিন্ন অর্থে ব্যবহার করে থাকেন। যা সমীচীন নয়।
‘না হয়’ শব্দ ইতিবাচক অর্থে কোন কিছুর গুরুত্ব প্রকাশে ব্যবহার করা হয়। যথা: আমি না হয় যাব কিন্তু তুমি আসবে তো? এ বাক্যে ‘না হয়’ বাগ্‌ভঙ্গিটি ইতিবাচক গুরুত্ব প্রকাশে ব্যবহার করা হয়েছে।
অন্যদিকে, ‘নাহয়’ শব্দটি ‘পক্ষান্তরে/বরং’ ইত্যাদি অব্যয় প্রকাশে ব্যবহার করা হয়।
যথা: আমি ‘নাহয়’ আমার সচিব উপস্থিত থাকবে।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন