প্রেক্ষিত/পরিপ্রেক্ষিত
পরিপ্রেক্ষিত ও প্রেক্ষিত শব্দের তফাৎ আকাশ-পাতাল। তবু অনেকে ‘পরিপ্রেক্ষিত’ বুঝাতে ‘প্রেক্ষিত’ শব্দটি ব্যবহার করেন। প্রেক্ষিত শব্দ হতে প্রেক্ষণ শব্দের উদ্ভব। এর অর্থ দৃষ্টি। প্রেক্ষিত হচ্ছে প্রেক্ষণ শব্দের বিশেষণ। এর অর্থ যা দর্শন করা হয়েছে। সুতরাং Perspective/ Background শব্দের অর্থ বুঝাতে প্রেক্ষিত লেখা চরম অজ্ঞতা। এ অর্থে লিখুন পরিপ্রেক্ষিত।
Comments
Post a Comment