টি' ও টা অব্যয় / রহমতউল্লাহ মিসবাহ

আমরা যেখানে সেখানে 'টি' ও 'টা' অব্যয় ব্যবহার করি , কিন্তু কোথায় 'টি' ব্যবহার করবো , আর কোথায় 'টা' তা জানি না । বাংলায় 'টি' ও 'টা'-এর ব্যবহার খুব গুরুত্বপূর্ণ । তাই এই বিষয়ে কিছু আলোচনা । এগুলো মনে রাখলে আশা করি আমাদের আর ভুল হবে না ।
১ / 'টি' অব্যয়টি হলো কোন কিছুর প্রতি আলাদাভাবে দৃষ্টি আকর্ষণের জন্য । এটি বিশিষ্টতা-নির্দেশক অব্যয় । যেমন-জলপূর্ণ কলসিটি কাঁখে করে বয়ে নিতে বধুর কষ্ট হচ্ছিলো ।' লেখক এখানে বধুর কষ্টের কারণটির দিকে পাঠকের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করতে চাচ্ছেন ।
/ ক্ষুদ্রতা বা অন্তরঙ্গতা বা স্নেহ বোঝাতে 'টি' ব্যবহার হয় । যেমন-কলসিটি ( কলসি হচ্ছে ছোট ) , ক্ষুদ্রতা বোঝানো হয়েছে । 'বইটি তো বেশ চমৎকার' আদৃত-এর উদাহরণ ।
৩ / বড় বা অনাদৃত বস্ত বোঝাতে 'টা' ব্যবহৃত হয় । যেমন-কলসটা ( কলস হচ্ছে বড় ) , 'বইটা একদম বাজে' ! অনাদৃত-এর উদাহরণ ।
৪ / বড়-ছোট , প্রিয়তা-অপ্রিয়তা কিছুই যদি বোঝানো উদ্দেশ্য না হয় , বরং সাধারণভাবে বস্তটা নির্দেশ করা উদ্দেশ্য হয় তাহলে সেক্ষেত্রে 'টা' ব্যবহৃত হয় ।
৫ / নামের সঙ্গে টি ও টা যুক্ত হয় না , বক্তার মনের বিশেষ কোন ভাব বোঝানোর জন্য যুক্ত হতে পারে । যেমন-বশিরটা গেলো কোথায় ?
৬ / অবশ্য ভাব প্রকাশের জন্য সম্মানিত ও বিশিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে 'টি' বা 'টা'-এর ব্যবহার চলবে না ।
তথ্যসূত্র→এসো কলম মেরামত করি
'টি' ও 'টা' সম্পর্কে যদি কারো কিছু জানা থাকে তাহলে জানাবেন ।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন