য-ফলার উচ্চারণ / মিনহা সিদ্দিকা

য-ফলার উচ্চারণ:
১. য-ফলার পর ব্যঞ্জনধ্বনি বা অ, আ, ও প্রভৃতি ধ্বনি থাকলে য-ফলা ‘অ্যা’-এর ন্যায় উচ্চারিত হয়। যেমন : ব্যবহার (ব্যাবোহার্), ন্যস্ত (ন্যাস্তো) প্রভৃতি।
২. য-ফলার পরে ‘ই’ ধ্বনি থাকলে য-ফলা ‘এ’-এর ন্যায় উচ্চারিত হয়। যেমন : ব্যক্তি (বেক্তি), ব্যতীত (বেতিতো) ইত্যাদি।
৩. য-ফলা শব্দের মাঝে বা শেষে থাকলে ওটি ‘দ্বিত্ব’ উচ্চারিত হয়। যেমন : যদ্যপি (যদ্দপি), বিদ্যা (বিদ্দা) প্রভৃতি।
৪. শব্দের প্রথমে য-ফলার সঙ্গে উ-কার, ঊ-কার বা ও-কার থাকলে ওই য-ফলার উচ্চারণ হয় না। যেমন : ন্যূনতম (নুনোতমো), (দুতি), ন্যস্ত (নস্‌তো) প্রভৃতি।
৫. ‘হ’-এর পর য-ফলা থাকলে হ+য-ফলা ‘জ্ঝ’ উচ্চারিত হয়। যেমন— সহ্য (শোজ্ঝো), বাহ্য (বাজ্ঝো) প্রভৃতি।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন