কর্মকর্তা বনাম কর্মকর্তৃবৃন্দ / ড. মোহাম্মদ আমীন

কমকর্তা কিন্তু কর্মকর্তৃবৃন্দ/কর্মকর্তাগণ
**********************************
তৎসম তৃচ-প্রত্যয়ান্ত একবচন-বাচক পদের শেষে ‘তা’ বা ‘র্তা’ থাকলে বহুবচনে যথাক্রমে ‘তৃ’ ও ‘র্তৃ’ রূপ ধারণ করে। যেমন :
কর্তা : কর্তৃবৃন্দ, কর্তৃগণ, কর্তৃমণ্ডলী প্রভৃতি।
কর্মকর্তা : কর্মকর্তৃবৃন্দ, কর্মকর্তৃগণ, কর্মককর্তৃমণ্ডলী প্রভৃতি।
দাতা : দাতৃবৃন্দ, দাতৃগণ, দাতৃমণ্ডলী প্রভৃতি।
মাতা : মাতৃবৃন্দ, মাতৃগণ, মাতৃমণ্ডলী প্রভৃতি।
পিতা : পিতৃবৃন্দ, পিতৃগণ, পিতৃমণ্ডলী প্রভৃতি।
ভ্রাতা : ভ্রাতৃবৃন্দ, ভ্রাতৃগণ, ভ্রাতৃমণ্ডলী প্রভৃতি।
নেতা : নেতৃবৃন্দ, নেতৃগণ, নেতৃমণ্ডলী প্রভৃতি।
শ্রোতা : শ্রোতৃবৃন্দ, শ্রোতৃগণ, শ্রোতৃমণ্ডলী প্রভৃতি।
******************************************************

 সূত্র : ড. মোহাম্মদ আমীন, বাংলা বানান ও শব্দচয়ন, দাপ্তরিক প্রমিত বাংলা বানান।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন