নামের অর্থ / মিনহা সিদ্দিকা
আপনার নামের অর্থ কী?
আমিই আমার নামের অর্থ। আমার নাম, আমার পরিচায়ক। তাই আমার নামের কোনো আক্ষরিক অর্থ নেই। তবে ‘মিনহা’ ও ‘সিদ্দিকা’ শব্দের অর্থ আছে। এজন্য “মাখন লাল সরকার” নামীয় কোনো ব্যক্তির অর্থ Red Butter Government নয় এবং “গোপাল (ব্যক্তির নাম) যায়” বাক্য দিয়ে “গোরুর পাল যায়” বুঝায় না। শব্দার্থের অভিধানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, সুনীল গঙ্গোপাধ্যায়, শামুসর রাহমান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মীর মশাররফ হোসেন, কাজেম আলী কোরেশী প্রভৃতি নামের কোনো অর্থ পাওয়া যায় না। চরিতাভিধানে তাঁদের নামের পাশে যে বর্ণনা থাকে, তাতে তাঁদের পরিচয়, কর্ম, কৃতিত্ব প্রভৃতি বিধৃত থাকে। ব্যক্তির নাম সংশ্লিষ্ট জনের একান্ত নিজস্ব এবং অদ্বিতীয় প্রত্যয়। এর অর্থ ওই ব্যক্তিকে প্রকাশের জন্য, চিহ্নিত করার জন্যই কেবল রাখা হয়। তাই ব্যক্তির পরিপ্রেক্ষিতে নামের কোনো আক্ষরিক অর্থ থাকে না। ব্যক্তিই ব্যক্তির নামের অর্থ এবং ব্যক্তির নাম কেবল ব্যক্তিকেই শনাক্ত করে।
তাই কাউকে ‘আপনার নামের অর্থ কী?’ প্রশ্ন করা সমীচীন বলে মনে হয় না। বরং বলা যেতে পারে “আপনার নাম যে শব্দ/ শব্দগুচ্ছ দিয়ে গঠিত সে শব্দ/ শব্দগুচ্ছের অর্থ কী?”
[সূত্র : ড. মোহাম্মদ আমীন, কথোপকথন ও আলপচারিতা]
আমিই আমার নামের অর্থ। আমার নাম, আমার পরিচায়ক। তাই আমার নামের কোনো আক্ষরিক অর্থ নেই। তবে ‘মিনহা’ ও ‘সিদ্দিকা’ শব্দের অর্থ আছে। এজন্য “মাখন লাল সরকার” নামীয় কোনো ব্যক্তির অর্থ Red Butter Government নয় এবং “গোপাল (ব্যক্তির নাম) যায়” বাক্য দিয়ে “গোরুর পাল যায়” বুঝায় না। শব্দার্থের অভিধানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, সুনীল গঙ্গোপাধ্যায়, শামুসর রাহমান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মীর মশাররফ হোসেন, কাজেম আলী কোরেশী প্রভৃতি নামের কোনো অর্থ পাওয়া যায় না। চরিতাভিধানে তাঁদের নামের পাশে যে বর্ণনা থাকে, তাতে তাঁদের পরিচয়, কর্ম, কৃতিত্ব প্রভৃতি বিধৃত থাকে। ব্যক্তির নাম সংশ্লিষ্ট জনের একান্ত নিজস্ব এবং অদ্বিতীয় প্রত্যয়। এর অর্থ ওই ব্যক্তিকে প্রকাশের জন্য, চিহ্নিত করার জন্যই কেবল রাখা হয়। তাই ব্যক্তির পরিপ্রেক্ষিতে নামের কোনো আক্ষরিক অর্থ থাকে না। ব্যক্তিই ব্যক্তির নামের অর্থ এবং ব্যক্তির নাম কেবল ব্যক্তিকেই শনাক্ত করে।
তাই কাউকে ‘আপনার নামের অর্থ কী?’ প্রশ্ন করা সমীচীন বলে মনে হয় না। বরং বলা যেতে পারে “আপনার নাম যে শব্দ/ শব্দগুচ্ছ দিয়ে গঠিত সে শব্দ/ শব্দগুচ্ছের অর্থ কী?”
[সূত্র : ড. মোহাম্মদ আমীন, কথোপকথন ও আলপচারিতা]
This comment has been removed by the author.
ReplyDelete