যত দোষ নন্দঘোষ / ড. মোহাম্মদ আমীন
প্রবাদের নন্দ ঘোষ শ্রীকৃষ্ণের পালক পিতা । হিন্দু ধর্ম অনুযায়ী যুগ চারটি । যথা - সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি । হিন্দু ধর্মের মিথ অনুযায়ী, দ্বাপর যুগে যখন অধর্ম বেড়ে গিয়েছিল, তখন অধার্মিকদের বিনাশ ও ধর্ম রক্ষার জন্য অবতাররূপে শ্রীকৃষ্ণের জন্ম হয় । শ্রীকৃষ্ণের মামা কংশ দৈববাণীতে জানতে পারেন তার বোন দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান তার মৃত্যুর কারণ হবে। তখন কংস শ্রীকৃষ্ণের বাবা-মা যথাক্রমে বাসুদেব ও দেবকীকে কারাগারে বন্দি করে রাখেন। দেবকীর অনেক সন্তান জন্ম হয়, কংস দেবকীর সাত সন্তানকে হত্যা করেন । অষ্টম সন্তান শ্রীকৃষ্ণ যখন জন্ম গ্রহণ করে তখন বাসুদেব তাকে গোকুলে নন্দ ঘোষের গৃহে রেখে আসে । পৌরাণিক কাহিনিমতে, প্রচণ্ড ঝড়ের রাতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন । কারাগৃহের তালা অলৌকিকভাবে খুলে যায়, প্রহরী গভীর ঘুমে আছন্ন হয়ে পড়ে। বাকি অংশ গবেষণা, প্রাতিষ্ঠানিক অধ্যয়ন, মাতৃভাষা জ্ঞান, প্রাত্যহিক প্রয়োজন, শুদ্ধ বানান চর্চা এবং বিসিএস-সহ যে-কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয় কয়েকটি লিংক : শুবাচ লিংক শুবাচ লিংক /২ শুদ্ধ বানান চর্চা লিংক/১ শুদ্ধ বানান চর্চা লিংক/২ শুদ্ধ বানান চর্চা লি...