ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান যেভাবে লিখেন ঠিক সেভাবে লেখা সমীচীন লেখকের নাম হুবহু সংস্কৃত বা বিদেশি বা মিশ্রশব্দে তৈরি হয়েছে অনেক লেখক ছদ্মনাম ব্যবহার করেছেন তাঁরা আবার সন্ধিসমাস বা মিশ্রপদ্ধতিতে তাঁদের নাম অর্থবোধক করে তৈরি করেছেন যেমন রবীন্দ্র (রবিইন্দ্র), শরচ্চন্দ্র (শরৎচন্দ্রআবার কেউ সন্ধির আদলে নাম বানাননি যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনেকেই নিজের নাম সমাসজাত করেছেন আবার অনেকে করেননি যেমন মদনমোহনঈশ্বরচন্দ্রজসীমউদদীনকুসুমকুমারীঅক্ষয়কুমারনবকৃষ্ণসমাসজাত শব্দের মাঝে অবস্থিত -কার -কার হয়ে যায় এই সূত্রে কেউ অনুসরণ করেছেন কেউ করেননি যেমন কালিদাসকালীপ্রসন্নরজনীকান্ত বিদেশি নামশব্দে -কার না হয়ে সবসময় -কার হয়খণ্ড- না হয়ে আস্ত  হয় কিন্তু অনেকে এই নিয়ম মেনেছেন আবার অনেকেই মানেননি যেমন শহিদুল্লাহ /শহীদুল্লাহঝরনা/ঝর্ণাচৌধুরানি/চৌধুরাণীহায়াত/হায়াৎশাহাদত/শাহাদৎ অনেকেই ব্যতিক্রম করতে গিয়ে  -কার গ্রহণ করেছেন যেমন রহীমহাবীবজসীমরহীমউদ্দীনশহীদকাদরীকবীর, আমীন ইত্যাদি তবে খেয়াল রাখতে হবে কোনো লেখক তাঁর নাম যেভাবে লিখেছেন বা যে নিয়মে লিখেছেন ঠিক সেভাবেই লিখতে হবে লেখক যদি জীবিত অবস্থায় তাঁর নামের বানান পরিবর্তন করে যান তাহলে সেভাবেই লিখতে হবে কবি বন্দে আলী মিয়া তাঁর নামের বানান প্রথমে মিঞা লিখতেন পরে তিনি নিজে মিয়া লিখেছেন অতীতের পাঠ্যবইতেও  মিয়া লেখা আছে তবে বর্তমানে মিঞা  মিয়া উভয় বানান লক্ষ করা যায় মাধ্যমিক স্তরের বিভিন্ন পাঠ্যপুস্তকে বিখ্যাত লেখদের নামের বানানে যে নীতি অনুসরণ করা উচিত, এনসিটিভির তা করেনি ফলে পাঠক শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি এরূপ কিছু গরমিল নিচে দেওয়া হলো 
. নবম-দশম শ্রেণির পাঠ্যপুস্তকে মোতাহের হোসেন চৌধুরী  মোতাহার হোসেন চৌধুরী দু-নামই ব্যবহার করা হয়েছে 
. নবম-দশম শ্রেণির পাঠ্যপুস্তকের ৬১ পৃষ্ঠায় এস ওয়াজেদ আলি এবং ৭১পৃষ্ঠায় মোহাম্মদ ওয়াজেদ আলীর একই লেখক পরিচিতি দেওয়া হয়েছে একই নামের ক্ষেত্রে কোথায়ও ডট ব্যবহার করা হয়েছে আবার করা হয়নি যেমন এস ওয়াজেদ আলি  এসওয়াজেদ আলি 
. মমতাজউদ্দিন আহমেদ (চতুর্থ শ্রেণি), মমতাজউদদীন আহমদ (অষ্টম শ্রেণিসহপাঠ), মমতাজ উদ্দীন আহমদ (নবম-দশম শ্রেণি) কিন্তু লেখক লিখতেনÑমমতাজউদদীন আহমদ 
. জসীম উদ্দীন /জসীমউদ্দীন /জসীম উদদীন তিনভাবেই লেখা হয়েছে 
.  কোথাও লেখা হয়েছে- বন্দে আলী মিয়াআবার কোথাও দেখা যায় - বন্দে আলী মিঞা যদিও লেখক পরে নিজের নাম  মিয়া লিখতেন 
. একই নামশব্দের সঙ্গে কোথায়ও হাইফেন দেওয়া হয়েছে আবার কোথায়ও হাইফেন দেওয়া হয়নি যেমন আবদুল্লাহ আল-মুতী (ষষ্ঠ শ্রেণি)/ আবদুল্লাহ আল মুতী (নবম-দশম শ্রেণি) 

.মাইকেল মধুসূদন দত্ত (অষ্টম শ্রেণি)/ মধুসূদন দত্ত (নবম-দশম শ্রেণিদুই রকম লেখা হয়েছে আবার নবম-দশম শ্রেণির সূচিতে লেখা মধুসূদন দত্ত আর ভেতরে লেখা মাইকেল মধুসূদন/মধুসূদন দত্ত

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন