আটা আমার নম্বর, কামন আসেন / শামসুল আলম


সম্প্রতি ফেসবুকের পৃষ্ঠাগুলো আটা, ময়দায় ভরে যাচ্ছে । কেউ কাউকে ফোন নম্বর দেয়ার সময় লিখে
ata amar number. আরও লিখে kamon asen. এখানে ওরা একারের উচ্চারণ লিখে a দিয়ে । আকার হবে a, একার হবে e দিয়ে । eta amar number. kemon achen ?
নেদ্রাদেবের কলা
সম্মানিত সদস্য । কত রকমের কলাইতো খেয়েছেন । এবার দেখুন অন্য রকমের কলা । জনৈক শিক্ষক তাঁর সাবেক ছাত্রীকে জিজ্ঞেস করলেন, '' তোমার বাচ্চারা কী করে ?'' সেই ছাত্রী জবাবে লিখল - nedradeber kola উচ্চারনে নেদ্রাদেবের কলা অর্থাৎ নিদ্রা দেবীর কোলে । এখানেও একার ও ইকারকে এককরে ফেলা হয়েছে । ইকার মানেই e নয় । তা হবে i দিয়ে । nidradebir kole. (এ অংশটুকু কয়মাস আগে শুবাচে পোস্টকৃত এক ভাইয়ের পোস্ট থেকে নেয়া, এজন্য তাঁর কাছে কৃতজ্ঞ) ।করলা ভাগি
প্রতিবেশী গ্র্যাজুয়েট ভাগ্নিকে জিজ্ঞেস করলাম, '' তোমার আম্মু আজ কি রান্না করেছেন ?'' উত্তরে সে লিখল - murgi, dal r korola vagi. ভাজির অবস্থা যদি ভাগি হয়, তাহলে আমাদেরকেই ফেসবুক থেকে ভাগতে হবে ।
কি কবর
আমার এক বন্ধু প্রায়ই আমাকে ইনবক্সে লিখে ki kobor মানে কি খবর । তাদের এরকম লেখা দেখে আমাদের কবরে যেতে বেশি দেরী হবেনা ।
আমরা বুড়োরা যারা বার্থ ইন পাকিস্তান আমলের সেই সময়ের লেখাপড়ার মানই ছিল অন্যরকম । আমাদের সময়ের শিক্ষকরা ছিলেন ইয়াদ আলী মাস্টার ও তালেব মাস্টারদের মতো মাস্টার । আমরা ছোটবেলায় পড়েছি ba বা/বে, be বে, bi বাই, bo বো, bu বিউ । এখন এ পড়া আছে কিনা জানিনা । তখন প্রাইমারি স্কুলের ''ভাঙ্গা বেড়া দিয়া হি হি কইরা শীতের বাতাস ঢুকত । বর্ষায় টিনের ছিদ্র দিয়া ক্লাসে পানি পড়তো ।'' এখন প্রাসাদের লেখাপড়ার মান দেখে দুঃখ পাই । ধন্যবাদ সবাইকে ।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন