মহাপরিচালক বাংলা একাডেমি, দয়া করে আমাদের অব্যাহতি দিন / খুরশেদ আহমেদ

যে প্রতিষ্ঠানটি 'বাঙালি জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রতীক', যে প্রতিষ্ঠানটি ২০১২ সালে প্রকাশ করেছে 'বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম'-এর পরিমার্জিত সংস্করণ, যার মুখবন্ধে আপনি
নিজে আশা প্রকাশ করেছেন 'পরিমার্জিত সংস্করণ বাংলা বানানের প্রমিতকরণ ও সমতাবিধানে সহায়ক হবে', সেই প্রতিষ্ঠানটির শীর্ষপদে থেকে আপনি আপনার ফেসবুক স্ট্যাটাসে আপনার লেখায় অন্যান্য অনেক কিছুর মধ্যে  কম্পোজিশন-প্রমাদ (যেমন: 'যে মিথ্যাচার করা হচ্ছ'), ব্যাকরণিক ভুল (যেমন: 'আত্ম প্রচার'), অপ্রমিত বানা্নের ব্যবহার (যেমন: 'জরুরী'), বাংলা একাডেমি প্রকাশিত প্রমিত বাংলা বানানের নিয়মের লঙ্ঘন (যেমন: 'এসব ইতিহাস জানেনা'), সম্মানিত সেই পটভূমিতে এখন আপনার পক্ষে প্রমিত বানান কায়েমের কর্ণধার
খুরশেদ আহমেদ
থাকার কিংবা বাংলা একাডেমির ওই শীর্ষপদে আসীন থাকার আপনার ন্যূনতম নৈতিক অধিকার  আর অবশিষ্ট আছে বলে মনে করি না। 
দয়া করে আপনি আমাদেরকে অব্যাহতি দিন, জনাব Shamsuzzaman Khan!
ব্যক্তিদের বোঝাতে সর্বনামে অসম্মান-প্রদর্শন (যেমন: 'স্মর্তব্য যে এরাই বাঙালি মুসলমানদের মধ্য প্রথম প্রগতিশীল ;এদের শ্লোগান ছিল : বুদ্ধির মুক্তি, 'Imancipation of Intellect ' . এদের নেতা কাজী আব্দুল ওদুদকে ঢাকা ছেড়ে কলকাতার চলে যেত বাধ্য করা হয় ।'), ইংরেজি শব্দ লিখতেও বানান-ভুল (যথা: 'Imancipation') ইত্যাদি বিচ্যুতির যে-পরিমাণ লিখিত নিদর্শন আপনি রেখেছেন, 


Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন