শেষ ও সমাপ্তি / ড. মোহাম্মদ আমীন
‘শেষ’ শব্দের অর্থ finish কিন্তু ‘সমাপ্তি’ শব্দের অর্থ end. দুটি শব্দের পার্থক্য নিচে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হলো
১. শেষ : জাফর সাত বছর প্রেম করার পর বিয়ে করলেন। তাদের দাম্পত্য জীবন নরকময়।
এক্ষেত্রে বলা যায়- জাফরের সাত বছরের প্রেম বিয়ের পর শেষ হয়ে গেল।
অর্থাৎ জাফর শেষ।
২. সমাপ্তি : জাফর সাত বছর প্রেম করার পর বিয়ে করলেন। তাদের দাম্পত্য জীবন স্বর্গময়। এক্ষেত্রে বলা যায়- বিয়ের মাধ্যমে জাফর সাত বছরের প্রেমের সমাপ্তি ঘটালেন। অর্থাৎ জাফর সফল।
৩. পরিসমাপ্তি. সমাপ্তিকে আরও অর্থবহ ও সার্থকভাবে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়।
দুই ছেলে ও এক মেয়ের জনক জাফর সাহেব গত কাল মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জেষ্ঠ্য ছেলে ডাক্তার, মেজো ছেলে প্রশাসক। একমাত্র মেয়ে শল্য চিকিৎসক। ৮৯ বছর সুখে জীবন যাপন করে গত কাল তার বর্ণাঢ্য জীবনের পরিসমাপ্তি ঘটল।
১. শেষ : জাফর সাত বছর প্রেম করার পর বিয়ে করলেন। তাদের দাম্পত্য জীবন নরকময়।
এক্ষেত্রে বলা যায়- জাফরের সাত বছরের প্রেম বিয়ের পর শেষ হয়ে গেল।
অর্থাৎ জাফর শেষ।
২. সমাপ্তি : জাফর সাত বছর প্রেম করার পর বিয়ে করলেন। তাদের দাম্পত্য জীবন স্বর্গময়। এক্ষেত্রে বলা যায়- বিয়ের মাধ্যমে জাফর সাত বছরের প্রেমের সমাপ্তি ঘটালেন। অর্থাৎ জাফর সফল।
৩. পরিসমাপ্তি. সমাপ্তিকে আরও অর্থবহ ও সার্থকভাবে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়।
দুই ছেলে ও এক মেয়ের জনক জাফর সাহেব গত কাল মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জেষ্ঠ্য ছেলে ডাক্তার, মেজো ছেলে প্রশাসক। একমাত্র মেয়ে শল্য চিকিৎসক। ৮৯ বছর সুখে জীবন যাপন করে গত কাল তার বর্ণাঢ্য জীবনের পরিসমাপ্তি ঘটল।
Comments
Post a Comment