শেষ ও সমাপ্তি / ড. মোহাম্মদ আমীন

‘শেষ’ শব্দের অর্থ finish কিন্তু ‘সমাপ্তি’ শব্দের অর্থ end. দুটি শব্দের পার্থক্য নিচে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হলো

১. শেষ : জাফর সাত বছর প্রেম করার পর বিয়ে করলেন। তাদের দাম্পত্য জীবন নরকময়।
এক্ষেত্রে বলা যায়- জাফরের সাত বছরের প্রেম বিয়ের পর শেষ হয়ে গেল।
অর্থাৎ জাফর শেষ।
২. সমাপ্তি : জাফর সাত বছর প্রেম করার পর বিয়ে করলেন। তাদের দাম্পত্য জীবন স্বর্গময়। এক্ষেত্রে বলা যায়- বিয়ের মাধ্যমে জাফর সাত বছরের প্রেমের সমাপ্তি ঘটালেন। অর্থাৎ জাফর সফল।
৩. পরিসমাপ্তি. সমাপ্তিকে আরও অর্থবহ ও সার্থকভাবে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়।
দুই ছেলে ও এক মেয়ের জনক জাফর সাহেব গত কাল মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জেষ্ঠ্য ছেলে ডাক্তার, মেজো ছেলে প্রশাসক। একমাত্র মেয়ে শল্য চিকিৎসক। ৮৯ বছর সুখে জীবন যাপন করে গত কাল তার বর্ণাঢ্য জীবনের পরিসমাপ্তি ঘটল।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন