কুল রাখা কি শ্যাম রাখা / ড. মোহাম্মদ আমীন

কুল রাখা কি শ্যাম রাখা : অর্থ উভয় সংকট, মানসিক দ্বন্দ্ব। 
একদিকে শ্যাম বা কৃষ্ণের সঙ্গে অবৈধ প্রণয় অন্যদিকে সতীর্থধর্ম ও বংশের সম্মান।
 শ্রীরাধা এই উভয় সংকটে পড়েছিলেন। পৌরাণিক এই ঘটনা হতে প্রবাদটির উদ্ভব।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন