খুন ও হত্যা / ড. মোহাম্মদ আমীন


সাধারণভাবে ‘হত্যা’ ও ‘খুন’ অর্থগতভাবে অভিন্ন অর্থ বহন করে। তবে ‘খুন’ সাধারণত মানুষের বেলায় কিন্তু ‘হত্যা’ শব্দটি মানুষ ও পশু উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন : অযথা পশুহত্যা
অনুচিত।শিশুটিকে খুন করা হয়েছে। তাই সকল ‘হত্যা’ খুন কিন্তু সকল ‘খুন’ হত্যা শব্দ দিয়ে প্রকাশ করা যায় না।সাধারণত কেউ লিখেন না : বাঘটিকে খুন করা হয়েছে, বরং লিখেন : বাঘটিকে হত্যা করা হয়েছে। খুনি বাঘটা একটা মানুষ খুন/হত্যা করেছে। 
আবার কোনো সন্ত্রাসী বা ধ্বংসাত্মক কাজ নির্দেশ করতেও ‘খুন’ শব্দটি ব্যবহার করা হয়। যদি এখানে মৃত্যু না-ও ঘটে। যেমন : খুনখারাবি, খুনজখম, খুনগুম প্রভৃতি। রক্ত বুঝাতেও ‘খুন’ শব্দ ব্যবহার করা হয়। প্রকৃতপক্ষে ‘খুন’ অর্থ রক্ত। তা্ই সাধারণভাবে ঝরানো মৃত্যুকে অনেক সময় খুন বলা হয়।তবে সব খুনে রক্তপাত থাকে না। যেমন : বিষ প্রয়োগে খুন। অন্যদিকে, সব খুনে উদ্দেশ্য থাকে কিন্তু সব হত্যায় উদ্দেশ্য না-ও থাকতে পারে। 
সাধারণভাবে খুন এবং হত্যা অভিন্ন অর্থে ব্যবহৃত হতেও দেখা যায়। মিল। সব খুনে উদ্দেশ্য থাকে। কিন্তু সব হত্যায় উদ্দেশ্য না-ও থাকতে পারে। আবার সব খুনে রক্তপাত থাকে না। যেমন- বিষ প্রয়োগে খুন।  

 [ সূত্র : ড. মোহাম্মদ আমীন, বাংলা বানান কোথায় কী লিখবেন, পুথিনিলয়, বাংলা বাজার, ঢাকা।]

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন