অসামরিক ও বেসামরিক / ড. মোহাম্মদ আমীন

অসামরিক ও বেসামরিক শব্দ দুটোর মধ্যে অর্থগত কোনো পার্থক্য নেই। একটিতে অ দিয়ে এবং অন্যটিতে বে দিয়ে সামরিক শব্দটির বিপরীত অর্থ প্রকাশ করা হয়েছে। তাই বলা যায়, অসামরিক অর্থ বেসামরিক এবং বেসামরিক অর্থ অসামরিক। অসামরিক ও বেসামরিক উভয়েরই অভিধার্থ 'সমরবিষয়ক নয় এমন', 'civil'। অসামরিক ও বেসামরিক শব্দ দুটিতে অ ও বে যথাক্রমে সংস্কৃত ও ফারসি উপসর্গ, সামরিক সংস্কৃত শব্দে যুক্ত হয়েছে। 
দ্ব্যর্থতার শঙ্কা না করেই বলা যায়, 'অসামরিক (বা বেসামরিক) পরমাণু চুক্তি'', বিমান হামলায় অসামরিক (বা বেসামরিক) মানুষের মৃত্যু, কিংবা কোনো সামরিক সংস্থায় অসামরিক (বা বেসামরিক) পদে নিয়োগ। তবে, যখন একটি সংস্থা বা প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের নাম হয় 'বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ', কিংবা যখন একটি আইনের নাম হয় 'বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইন, ২০১৭', তখন 'বেসামরিক' শব্দটির জায়গায় 'অসামরিক' লিখলে চলবে না, কারণ ওটাই তার নাম, অন্য কিছু তার নাম নয়।

Comments

  1. সামরিক হল সেনাবাহিনী
    বেসামরিক হল পুলিশ
    অসামরিকহল সাধারণ জনগণ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন