অসমাপিকা ও সমাপিকা ক্রিয়া / ড. মোহাম্মদ আমীন

শুদ্ধ বানান চর্চা
ক্রিয়াপদে কখন ‘উ’ এবং কখন ‘ও’ হবে? এটি নিয়ে অনেকে দোটানায় পড়ে যান। উঠে/ওঠে ? উপরে/ ওপরে ? উঠা/ওঠা, বুঝে/বোঝে, শুনে/শোনে, ফুটে/ ফোটে প্রভৃতি শব্দের বানানে কখনও ‘উ’ হবে এবং কখন ‘ও’ হবে তা নিয়ে সংশয় যেন লেগেই থাকে। অনেকে দ্বিধায় পড়ে যান, কোন বানানটি শুদ্ধ হবে। সাধারণত বাংলায় সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে ক্রিয়া পদের আদ্যস্বরের উচ্চারণ বিবৃত হয়। অসমাপিকা ক্রিয়ায় ক্ষেত্রে তা হয় সংবৃত।
১. করিম  চাঁদ দেখে। এই বাক্যে ‘দেখে’ সমাপিকা ক্রিয়া। অর্থাৎ ‘দেখে’ পদটি দিয়ে বাক্যের অর্থ সম্পূর্ণ হয়েছে।২. করিম চাঁদ দেখে ঘুমাবে।এই বাক্যে ‘ঘুমাবে’ পদটি সমাপিকা ক্রিয়া কিন্তু দেখে পদটি অসমাপিকা ক্রিয়। কারণ, ‘ঘুমাবে’ পদটি দিয়ে বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ করা হয়েছে।৩. ছেলেটি টিভি দেখে খাবার খেয়ে বই পড়ে ঘুমাবে।এই বাক্যে ক্রিয়াপদ ৪টি – ‘দেখে’, ‘খেয়ে’, ‘পড়ে’, ‘ঘুমাবে’। কিন্তু সমাপিকা ক্রিয়া একটিই - ‘ঘুমাবে’। অর্থাৎ ‘ঘুমাবে’ না বলা পর্যন্ত বাক্য সম্পূর্ণ হচ্ছিলো না। বাকি ৩টি ক্রিয়াপদ অসমাপিকা ক্রিয়া। ১ নম্বর উদাহরণে  ‘দেখে’ পদটি যেহেতু সমাপিকা ক্রিয়া, তাই পদটির আদ্যস্বরের উচ্চারণ হবে বিবৃত। যথাঃ [দ্যাখে]। উদাহরণ ২ ও ৩ এ বর্ণিত ‘দেখে’ পদ অসমাপিকা ক্রিয়া। তাই এ পদটির আদ্যস্বরের উচ্চারণ হবে সংবৃত। যথাঃ [দেখে]।বাক্যগুলো পড়তে গেলেই উচ্চারণের পার্থক্যটা বোঝা যাবে। এবার দেখা যাক, ক্রিয়া পদের শুরুতে কখন ‘উ’ হবে এবং কখন ‘ও’ হবে।অসমাপিকা ক্রিয়ার শুরুতে ‘উ’ (সংবৃত); এবং সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে ‘ও’ (বিবৃত) হবে। নিচের বাক্যদ্বয় লক্ষ করুন।
বাকি অংশ
জ্ঞান লিংক 
শুদ্ধ বানান চর্চা লিংক/১
শুদ্ধ বানান চর্চা লিংক/২


Comments

Post a Comment

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল / ড. মোহাম্মদ আমীন