পড়া ও পরা / ড. মোহাম্মদ আমীন



'পড়া' ও ‘পরা' শব্দের প্রয়োগ নিয়ে সংশয় দেখা দিলে মনে মনে ভাবুন এবং নিজেকে প্রশ্ন করুন 'ওটা পরিধানযোগ্য কি না ? যদি পরিধানযোগ্য (wear) হয় তাহলে লিখুন 'পরা'; অন্যথায় লিখুন 'পড়া'wear  সম্পর্কিত হলে পরা লিখুন, নইলে পড়া। এ বিষয়ে আরও বিস্তারিত নিচে দেওযা হলো :  Read বা পাঠ করা অর্থেপড়া’ হয়।। যেমন  চিঠি পড়া, বই পড়া, পত্রিকা পড়া, নামাজ পড়া, দোয়াদরুদ পড়া, চটি (পুস্তিকা) পড়া, কলেজে পড়া, মাদ্রাসায় পড়া, মক্তবে পড়া, কোরআন পড়া, গীতা পড়া প্রভৃতি। 
Fall বা পতন ঘটা বা পতন হওয়া অর্থেপড়া’ লেখা হয় যেমন : বাজ পড়া, গাছ পড়া, বৃষ্টি পড়া, আম পড়া, উল্কা পড়া, প্রভৃতি। যৌগিক মিশ্র  বা হার্দিক বা মনোগত ক্রিয়াপদেপড়া’ হয়। যেম : প্রেমে পড়া, বসে পড়া, শুয়ে পড়া, ঠাণ্ডা পড়া, ভেঙে পড়া, মনে পড়া, রোগে পড়া, ঘুমিয়ে পড়া, গরম পড়া, নেমে পড়া, নেশায় পড়া, ধ্বসে পড়া, গায়ে পড়া, বিপদে পড়া, নেমে পড়া, চিন্তায় পড়া, সংকটে পড়া প্রভৃতি। 
 বাকি অংশ

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন