য- প্রত্যয় / মোরশেদ হাসান


য-প্রত্যয় যুক্ত হয়ে বিশেষ্য হলে পদান্তে তা-প্রত্যয় যুক্ত করে আবার বিশেষ্য করা রীতিসিদ্ধ নয়। যেমন-
কৃপণ + য = কার্পণ্য + তা = কার্পণ্যতা,
দীন + য = দৈন্য + তা = দৈন্যতা,দরিদ্র + য = দারিদ্র্য + তা = দারিদ্র্যতা,
সুজন + য = সৌজন্য + তা = সৌজন্যতা,
গম্ভীর + য = গাম্ভীর্য + তা = গাম্ভীর্যতা,
মধুর + য = মাধুর্য + তা = মাধুর্যতা,
নিপুণ + য = নৈপুণ্য + তা = নৈপুণ্যতা,
লবণ + য = লাবণ্য + তা = লাবণ্যতা,
কঠিন + য = কাঠিন্য + তা = কাঠিন্যতা।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন