আত্মহনন ও আত্মহত্যা / ড. মোহাম্মদ আমীন


হনন ও হত্যার অর্থ অভিন্ন।আত্ম অর্থ নিজ। সুতরাং আত্মহত্যা ও আত্মহনন শব্দের অর্থও অভিন্ন। আভিধানিক অর্থ অভিন্ন হলেও প্রায়োগিক অর্থে ভিন্নতা রয়েছে। হনন আর হত্যা শব্দ দুটো একটা আরেকটার সমার্থক হলেও হনন শব্দটা মানুষের বেলায় অধিক ব্যবহার হতে দেখা যায়। যেমন- পিতৃহনন, গুরুহনন, শত্রুহনন, শত্রুহনন ইত্যাদি। হত্যা সকল প্রাণীর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। 
যেমন- মানুষ হত্যা, গোহত্যা, প্রাণীহত্যা, ভ্রাতৃহত্যা, পিতৃহত্যা, ইত্যাদি। তেমনি, আত্মহনন বা আত্মহত্যা শব্দ দুটো একটা আরেকটার সমার্থক এবং মানুষের ক্ষেত্রে এবং কিছু কিছু পশু যারা নিজেই নিজেকে হত্যা করে তেমন পশুর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। একজাতীয় ইঁদুর, হাতি, ডলফিন প্রভৃতি প্রাণী নাকি মানুষের ন্যায় আত্মহত্যা করে থাকে।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন