ঊ-কার ব্যবহারের নিয়ম/ নীলিমা চৌধুরী


০১. তৎসম শব্দে ঊ-কার/ঊ ব্যবহৃত হয়। যেমন : ঊর্মি, ঊর্ণা, বধূ, প্রতিভূ।
০২. সন্ধিঘটিত কতিপয় শব্দে ঊ-কার ব্যবহৃত হয়। যেমন : মরু + উদ্যান = মরূদ্যান, কটু + উক্তি = কটূক্তি, লঘু + ঊর্মি = লঘূর্মি। 
০৩. সমাসবদ্ধ পদের পূর্বপদের ঊ-কার বহাল থাকে। যেমন : কূটনীতি, ঘূর্ণিপাক, পূর্ণমান, রূপরস। 
০৪. সমাসবদ্ধ পদের মধ্যাংশে ঊ-কার হয়। যেমন : উপকূল, ভূতপূর্ব, পটভূমি, জন্মভূমি ইত্যাদি।"

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন