সালাম স্বামী / ড. মোহাম্মদ আমীন


প্রাণপ্রিয় স্বামী সালাম, প্রথমে আমার সালাম । জান, তুমি জান গত শুক্কুর বার শুক্কুর এসেছে সুখীকে নিয়ে। বাড়ির অবস্থা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে।ফুটো চাল ভিজিয়ে দিয়েছে চাল। খানা খানা শূন্য। নানা চাল দিয়ে তোমার নানা তোমার মতো চালচুলোহীনকে বর আখ্যায়িত করে আমার বর করেছিলেন। কেউ চায় না বলে তুমি চায়না চলে গেছ।
কাল দুবাই থেকে কালবোশেখী হয়ে তোমার দুভাই চলে এসেছে। তোমার বাবা তাল করে সব তাল থালায় ভরে গুদামখানায় তালা দিয়ে রেখেছে। কিছু পাব না বলে আমি পাবনা চলে এসেছি।  প্রিয় জামাই তুমি সুঃখী হও তোমার
মেয়ে সুখীর জামাই  শুক্কুরকে নিয়ে।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন