হরতাল কোন সমাস / ড. মোহাম্মদ আমীন


হর ও তাল = হরতাল; হয়। তারপরও হরতাল দ্বন্দ্ব সমাস নয়। এটি অব্যয়ীভাব হবে। হর অর্থ প্রত্যেক আর তাল অর্থ তালা । অর্থাত্‍ ব্যুত্‍পত্তিগত অর্থে প্রত্যেক অফিসে বা কর্মস্থলে তালা। হর ও তাল = দ্বন্দ্ব সমাস নয় কেন? হরতাল হচ্ছে তালের অভাব = অব্যয়ীভাব কেন? পূর্বপদ লোপ করে শুধু তালের অভাব বুঝিয়ে অব্যয়ীভাব সমাস কেন?

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন