কাইসর বা কায়সার / ড. মোহাম্মদ আমীন


‘কাইসর/কায়সর’ শব্দের আভিধানিক অর্থ সম্রাট, রাজা, বাদশাহ বা প্রচণ্ড ক্ষমতাধর ব্যক্তি। ল্যাটিন শব্দ Caesar হতে কাইসর/কায়সার শব্দটির উৎপত্তি। এখন রাজা- বাদশা নেই, তবে ক্ষমতাধর ব্যক্তির অভাব নেই। রাজা-বাদশার মতো ক্ষমতাধর ও শক্তিশালী বোঝাতে শব্দটির প্রচলন এখনও দেখা যায়। তবে এটি আগের মত প্রচলিত নয়। এক সময় শব্দটির বহুল প্রচলন ছিল।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন